Nabadhara
ঢাকাশনিবার , ২ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে বেড়েছে ঠান্ডা জনিত রোগের প্রকোপ, শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশী

Bayzid Saad
অক্টোবর ২, ২০২১ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

শেখ শাহিনুর ইসলাম শাহিন, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়ে গেছে। শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশী। প্রতিদিন ৯০ থেকে ১০০ জন শিশু জ্বর, সর্দিকাশি ও শ্বাস কষ্টের সমস্যা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসছে।

গত এক সপ্তাহে প্রায় পাচশত শিশুকে এসব রোগের চিকিৎসা দেয়া হয়েছে। নিউমোনিয়ায় জ্বর ও সর্দি কাশিতে আক্রান্ত হয়ে ৯ জন শিশু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

আজ শনিবার (২ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে দেখা যায়, অধিকাংশ শিশু তাদের মায়েদের সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে লাইনে দাড়িয়ে থেকে ডাক্তার দেখাচ্ছেন। তাদের বেশীর ভাগ শিশুই জ্বর, সর্দি কাশিতে আক্রান্ত হয়ে এসেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ও শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, মায়েদের সাথে অনেক বেডেই শিশু রোগী। কোমলমতি এসব শিশুর প্রত্যেকের হাতেই একেকটা সুই ঢোকানো (ক্যানোলা)।

ছয়মাস বয়সী মাসুম বিল্লাহকে নিয়ে ৭ দিন ধরে হাসপাতালে আছেন তার মা । তার ওই কচি হাতেও একটি ক্যানোলা পরানো।

মাসুম বিল্লাহর মা জানান, স্থানীয়ভাবে চিকিৎসা করানো হলেও তার ছেলেটির জ্বর কোনোভাবেই কমছিল না। পরে গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে অবস্থা খুব খারাপ হলে হাসাপাতালে ভর্তি করি । এখন শিশুটি মোটামুটি ভালো আছে।

মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ সৌমিত্র মিত্র নবধারা কে জানান, আবহাওয়া পরিবর্তন জনিত কারনে মানুষের মাঝে বিভিন্ন ধরনের অসুস্থতা বেড়ে গেছে। বিভিন্ন ধরনের রুগী আসছে চিকিৎসা নিতে। এদেরমধ্যে শিশুদের সংখ্যাই বেশী। প্রতিদিন বহির বিভাগে একশত শিশু চিকিৎসা নিচ্ছেন

অনেক শিশু আবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। গত এক সপ্তাহে ৫ শত শিশু বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়েছে। শিশুরা অসুস্থ হলেই এ্যান্টিবায়োটিক ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন তিনি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।