বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাবুগঞ্জ উপজেলার বকশিরচর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি আঃ সালাম মাঝি।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক মাদ্রাসাটির ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে। গত ৭ জানুয়ারি ২০২৬ তারিখে বোর্ডের রেজিস্ট্রার (প্রশাসন) প্রফেসর ছালেহ আহমদের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে মাদ্রাসার সুপার মাওলানা আঃ হাকিমকে সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে। এছাড়া দাতা সদস্য হিসেবে রয়েছেন অছিউর রহমান ত্বহা। সাধারণ সদস্যরা হলেন—মো. কামাল হোসেন, মো. খলিলুর রহমান, মো. আবুল কবিরাজ ও মো. সাখাওয়াত হোসেন। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন আফরোজা। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মো. সোহেল হাওলাদার ও মো. নজরুল ইসলাম এবং সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন মোসা. খালিদা খানম।
বোর্ড সূত্রে জানা গেছে, ২০০৯ সালের মাদ্রাসা প্রবিধানমালা অনুযায়ী এই পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবে।
স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবক মহল আশা প্রকাশ করেছেন, নতুন এই কমিটির দক্ষ ও সুশৃঙ্খল নেতৃত্বে বকশিরচর ইসলামিয়া দাখিল মাদ্রাসা শিক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রে আরও গতিশীল, স্বচ্ছ ও উন্নয়নমুখী কার্যক্রমের দিকে এগিয়ে যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.