জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলায় শহীদ ওসমান হাদীর হত্যার সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে স্থানীয় শিক্ষার্থীরা সোমবার (১২ জানুয়ারি) কালাই বাসস্ট্যান্ড চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
কর্মসূচিতে কালাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। যদিও কর্মসূচিটি শান্তিপূর্ণ ছিল, তবুও এতে শক্তিশালী প্রতিবাদের বার্তা প্রকাশ পেয়েছে।
শিক্ষার্থীরা বলেন, শহীদ ওসমান হাদী ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর ও ন্যায়বিচারের পক্ষে সোচ্চার একজন সংগঠক। তার হত্যাকাণ্ড কেবল ব্যক্তিগত ক্ষতি নয়, সমাজের বিবেকের উপর আঘাত। বিচার দীর্ঘায়িত হওয়ায় জনমনে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে।দ
সংক্ষিপ্ত বক্তব্যে তারা উল্লেখ করেন:“বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের সাহসী করে তুলছে। যদি দ্রুত এই হত্যার বিচার না হয়, ভবিষ্যতে এমন অপরাধ আরও বাড়বে। আমরা আর কোনো শহীদ দেখতে চাই না।”
শিক্ষার্থীরা দাবি করেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং তদন্ত প্রক্রিয়ায় কোনো প্রকার গাফিলতি চলতে দেওয়া হবে না।
কর্মসূচির মাধ্যমে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন।
এই ঘটনায় কালাইয়ে জনমনে ন্যায়বিচারের প্রত্যাশা আরও জোরালো হয়ে উঠেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.