নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের অংশগ্রহণে শিক্ষার মানোন্নয়ন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সোমবার (১২ জানুয়ারি) সকালে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: ফারজানা ইয়াসমিন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সুমা যাদব। এছাড়া শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মো: আলমগীরসহ অন্যান্য শিক্ষকেরাও বক্তব্য প্রদান করেন।
সভায় বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়ন, বিদ্যালয়ভিত্তিক সচেতনতা বৃদ্ধি, শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সঠিক তথ্য প্রদান ও ভোটারদের উদ্বুদ্ধ করার বিষয়ে দিকনির্দেশনা দেন।
উক্ত মতবিনিময় সভার মাধ্যমে শিক্ষকরা শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি ভোটার সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য উদ্বুদ্ধ হয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.