বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রচারণা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল হাই। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কনিকা খাতুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিল ও তথ্য আপা প্রকল্পের তাসলিমা আক্তার।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আগামী গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে জনগণকে সচেতন করতে প্রচারণা চালানোর ওপর গুরুত্ব আরোপ করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে গণভোট এবং নির্বাচনের বিষয়ে অবহিত করার কাজ শুরু করা হয়েছে। সভায় অংশগ্রহণকারীদের সকলকে এই প্রচারণা কার্যক্রমে সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.