নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে থানা পুলিশের বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) ভোরে উপজেলার খিদিরপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— খিদিরপুর ইউনিয়নের কালিরচর গ্রামের লাল মিয়ার ছেলে আ. কুদ্দুস (৪৩) এবং একই গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে নয়ন (৩৫)।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলামের নির্দেশনায় এএসআই মো. মনির হোসেন, এসআই মো. আবুল হোসেন, এটিএসআই সাদ্দাম হোসেন ও লিয়াকত হোসেনসহ পুলিশের একটি দল রোববার রাত ১০টা থেকে সোমবার ভোর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে খিদিরপুর বাজারের সাহেনশাহর ওয়ার্কশপের সামনে পাকা রাস্তার ওপর থেকে সন্দেহভাজন হিসেবে ওই দুজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-০৬) দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, থানা পুলিশ মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.