নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মুক্তিযুদ্ধগবেষণা কেন্দ্রের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা বৃত্তি প্রদানের লক্ষ্যে সোমবার সকাল বেলা বাউবির গাজীপুর ক্যাম্পাসে নির্বাচিত গবেষকদের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম-এর নির্দেশনায় চারজন গবেষকের সঙ্গে বাউবির পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোঃ আনিছুর রহমান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর তিনি বলেন, “মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমৃদ্ধ ও প্রজ্জ্বলিত করতে আপনাদের গবেষণাকর্ম যথেষ্ট অবদান রাখবে। নির্বাচিত গবেষকদের গবেষণার মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক, বস্তুনিষ্ঠ ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন প্রস্তুত করা উচিত, যাতে পরবর্তী প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারে।”
মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাফসান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে গবেষকবৃন্দ এই উদ্যোগ গ্রহণের জন্য বাউবি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, এক বছর মেয়াদি এই গবেষণা কাজের জন্য প্রত্যেকে তিন লাখ টাকা করে বৃত্তি পাবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.