শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, "দেশের চাবি আপনার হাতে। এবার জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ভোট দিবেন দুইটি। একটি দেবেন আপনার পছন্দের সংসদ সদস্য প্রার্থীকে। অন্য আরেকটি হ্যাঁ বা না ভোট দিবেন। তবে এটাকে ভোট বলা যাবে না, আপনারা সিদ্ধান্ত দেবেন আগামীতে দেশ কিভাবে চলবে।"
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজবাড়ী গোয়ালন্দে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে
'ভোটের গাড়ি’র প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
১২ জানুয়ারি সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা কমপ্লেক্স চত্তর হতে এ প্রচারনা শুরু হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার, জেলার স্হানীয় সরকারের উপ-পরিচালক ড. মোঃ মাহমুদুল হক।
সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস।
এ সময় উপস্হিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান, উপজেলা নির্বাচন অফিসার মোঃ জসিম উদ্দিন, গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ মমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু,সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, উপজেলা জামায়াতের আমীর মোঃ গোলাম আজম, সাধারণ সম্পাদক এ্যাডঃ মোশাররফ আহমেদ, পৌর জামায়াতের আমীর মওলানা জালাল উদ্দীন সহ বিভিন্ন পর্যায়ের সরকারি -বেসরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাধারণ জনতা।
ভোটের গাড়ির উদ্বোধন শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত অতি দরিদ্র অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করেন অতিথীরা।
পরে বিভাগীয় কমিশনার উপজেলার বিভিন্ন দফতর ও প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.