Nabadhara
ঢাকাসোমবার , ১২ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তালায় বীর মুক্তিযোদ্ধা মো. নূর ইসলাম মোড়লকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
জানুয়ারি ১২, ২০২৬ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার বীর মুক্তিযোদ্ধা মো. নূর ইসলাম মোড়ল (৭৮)–কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) রাত ৩টার দিকে বার্ধক্যজনিত কারণে পাটকেলঘাটার বাইগুনি গ্রামের নিজস্ব বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

জেলা প্রশাসনের নির্দেশনায় তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এ সময় তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম লুৎফর রহমান, দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ, তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুসলেমউদ্দীন মফিজসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা, আত্মীয়স্বজন ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রের পক্ষ থেকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

মো. নূর ইসলাম মোড়লের মৃত্যুতে মুক্তিযোদ্ধা পরিবারসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।