Nabadhara
ঢাকাসোমবার , ১২ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় সড়কে নির্মাণসামগ্রী রেখে জনদুর্ভোগ, ২০ হাজার টাকা জরিমানা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জানুয়ারি ১২, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়কের ওপর ইট, বালু ও খোয়া রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে এক ভবন মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পাটগাতী বাসস্ট্যান্ডের পাশে ভবন নির্মাণের জন্য সড়কের ওপর ইট, বালু ও খোয়া রাখায় মহাসড়ক আইনে হাফেজা হাবিবা নামের এক ভবন মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজ হাসানসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, সড়কের ওপর নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানো আইনত দণ্ডনীয় অপরাধ। এ কারণে ভবন মালিককে জরিমানা করা হয়েছে। পাশাপাশি তিনি জানান, ভবনটি পৌরসভা থেকে অনুমোদিত নকশা গ্রহণ না করেই নির্মাণকাজ চালানো হচ্ছিল। তাই অনুমোদিত নকশা গ্রহণ না করা পর্যন্ত ভবন নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।