মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর সরকারি কলেজের শিক্ষার্থী শিমুল গাজী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার খানপুর ইউনিয়নের মাসনা গ্রামে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্জ্ব অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল হক লিটন, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, প্রবাসী বিএনপি নেতা আলী হোসেন, পৌর বিএনপির সহসভাপতি একে আজাদ ও ফারুক হোসেন, হরিদাসকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক নবীরুজ্জামান আজাদ, প্রফেসর নিসার উদ্দিন, খানপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শরিফুল ইসলাম শরীফ, আব্দুস সাত্তার, মতলেব হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী ও কামরুজ্জামানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বক্তারা মরহুম শিমুল গাজীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে নিহত শিক্ষার্থীর রুহের মাগফিরাত কামনা করা হয়।

