রায়হান ইসলাম রনি, রাজশাহী প্রতিনিধি
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের এক সভায় তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করা হয়। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সমন্বয়ে গঠিত এই পরিষদটি বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করে আসছে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের কার্যক্রমের মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার মান নির্ধারণ ও উন্নয়নে নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, নতুন ও যুগোপযোগী কোর্স চালু, বিদ্যমান পাঠ্যক্রমের আধুনিকীকরণ এবং গবেষণার জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করা। একই সঙ্গে প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত ক্ষেত্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয় সাধন, কৌশলগত পরিকল্পনা গ্রহণ এবং অভিন্ন নীতিমালা বাস্তবায়নে পরিষদটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক ও সম্পদ ব্যবস্থাপনায় বাজেট পরিকল্পনা, আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং বহিরাগত উৎস থেকে গবেষণা ও উন্নয়নমূলক তহবিল সংগ্রহে সহায়তা করাও পরিষদের অন্যতম দায়িত্ব।
উচ্চশিক্ষা সংক্রান্ত আইন ও নীতিমালা প্রণয়নে সরকারকে সুপারিশ প্রদান এবং বিশ্ববিদ্যালয়গুলোর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহ যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেও পরিষদটি কার্যকর ভূমিকা রেখে চলেছে।
ড. এস এম আব্দুর রাজ্জাকের এই নির্বাচনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষকসমাজ ও সংশ্লিষ্ট মহল সন্তোষ প্রকাশ করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ দেশের উচ্চশিক্ষা খাতে আরও ইতিবাচক ও কার্যকর ভূমিকা পালন করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.