মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের নড়াগাতীতে নিখোঁজের তিন দিন পর রাজু শেখ (২৬) নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে নড়াগাতী থানা পুলিশ। ৩ অক্টোবর (সোমবার) বিকেলে থানার কলাবাড়ীয়া গ্রামের তালুকদার পাড়া ফাঁকা মাঠে মাটি খুড়ে তাকে উদ্ধার করা হয়। নিহত রাজু শেখ খুলনা জেলার রূপসা থানার মহিষাঘোনা গ্রামের ইসলাম শেখের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার খুলনার সেনের বাজার থেকে অজ্ঞাত ৪/৫ জন লোক জেলার তেরখাদা থানার মাথাভাঙা আসার কথা বলে রাজুকে ভাড়া করে। কিন্তু রাজু আর ফিরে না আসায় পরদিন তরা পিতা ইসলাম শেখ রূপসা থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে নড়াগাতী থানার কলাবাড়ীয়া গ্রামের তালুকদার পাড়ায় মাঠের ভিতর রাজুর একটি চটি দেখে সনাক্ত করেন এটা তার ছেলের চটি। অতঃপর আশেপাশে খোঁজ নিয়ে লাশের গন্ধ পেয়ে নড়াগাতী থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ মাটি খুড়ে লাশ উদ্ধার করে এবং নিহত রাজুর বাবা লাশ সনাক্ত করেন।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসাঃ রোকসানা খাতুন নবধারা কে বলেন, নিহতের পরিবারের তথ্য মোতাবেক লাশ উদ্ধার পূর্বক মর্গে পাঠানো হয়েছে।