ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে ফসলি জমির টপসয়েল (উপরিভাগের মাটি) কেটে বিক্রির দায়ে দুই যুবককে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন আবু বক্কর ছিদ্দিক (৩৮) ও আবদুর রহমান সুমন (৩০)। আদালত আবু বক্কর ছিদ্দিককে এক মাস এবং আবদুর রহমান সুমনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের পশ্চিম চরদরবেশ গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি এস্কেভেটরও বিকল করে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, আবু বক্কর ছিদ্দিক ও আবদুর রহমান সুমন পরস্পর যোগসাজশে দুটি এস্কেভেটর ব্যবহার করে ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. ইউসুফ মিয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয় এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিকভাবে কারাদণ্ড দেওয়া হয়।
প্রশাসন জানিয়েছে, কৃষি জমি রক্ষা ও অবৈধভাবে মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

