সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদ) সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতার ঘোষণা দিয়েছেন প্রবাসী অধিকার পরিষদের ইতালি শাখার সভাপতি এইচ এম ফারদিন ইয়ামিন। ইতোমধ্যেই তিনি দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন।
এইচ এম ফারদিন ইয়ামিন নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সাধারণ মানুষের আস্থা অর্জনই গণঅধিকার পরিষদের মূল শক্তি। তিনি সবাইকে ধৈর্য ধারণ করে ধারাবাহিকভাবে মানুষের দ্বারে দ্বারে গণঅধিকার পরিষদের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
গণঅধিকার পরিষদ মনোনীত এই প্রার্থী জানান, অসহায় ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোই তাদের রাজনীতির মূল মন্ত্র। তিনি বলেন, সাধারণ মানুষের অধিকার আদায় এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।
মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের কৃতি সন্তান এইচ এম ফারদিন ইয়ামিন জীবিকার তাগিদে দীর্ঘদিন আগে ইতালিতে পাড়ি জমান। সেখানে কঠোর পরিশ্রম ও সততার মাধ্যমে তিনি একজন সফল ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে নিজেকে গড়ে তুলেছেন। একই সঙ্গে একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে দেশের অর্থনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন তিনি।
প্রবাসে অবস্থান করলেও দেশের মানুষের জন্য কাজ করার প্রত্যয় থেকেই গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূরের হাত ধরে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন এইচ এম ফারদিন ইয়ামিন।
বর্তমানে তিনি গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠন প্রবাসী অধিকার পরিষদ ইতালি শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বরিশাল জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি হিসেবেও তিনি সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় রয়েছেন।
নির্বাচন প্রসঙ্গে এইচ এম ফারদিন ইয়ামিন জানান, আগামী ২০ তারিখের পর পূর্ণমাত্রায় নির্বাচনী প্রচারণায় নামবেন তিনি। নির্বাচন কমিশনের আচরণবিধি মেনেই আপাতত তাঁর নেতাকর্মী ও সমর্থকেরা সাধারণ ভোটারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে গণঅধিকার পরিষদের পক্ষে জনমত গঠনে কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, বরিশাল–৩ আসনের সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। জয়-পরাজয় মহান আল্লাহ তায়ালার হাতে। জয়ী হই কিংবা পরাজিত হই—এই এলাকার মানুষের সেবায় আমি সর্বদা নিজেকে নিয়োজিত রাখবো, ইনশাল্লাহ।
এদিকে বরিশাল–৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী এইচ এম ফারদিন ইয়ামিন সম্পর্কে জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান বলেন, তিনি একজন সৎ, পরিশ্রমী ও দূরদর্শী মানুষ। নিজের যোগ্যতা ও সততার মাধ্যমে প্রবাসে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। আমরা বিশ্বাস করি, সেই অভিজ্ঞতা ও মেধা কাজে লাগিয়ে বাবুগঞ্জ–মুলাদীতেও তিনি জনগণের আস্থার প্রতীক হয়ে উঠবেন।
তিনি আরও জানান, গণঅধিকার পরিষদ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ অবস্থান থেকে নির্বাচনকে সামনে রেখে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.