Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে শীতের তীব্রতা উপেক্ষা করে বোরো চাষে ব্যস্ত কৃষকরা

শফিকুল ইসলাম সাফা | চিতলমারী
জানুয়ারি ১৩, ২০২৬ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা | চিতলমারী

চিতলমারীতে শীতের তীব্রতা ও ঘন কুয়াশা উপেক্ষা করে বোরো ধান চাষে ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে বাম্পার ফলনের আশায় জমি প্রস্তুত ও চারা রোপণের কাজে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন তারা।

সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামগুলোতে মাঠে মাঠে পুরোদমে ইরি-বোরো ধান রোপণের কাজ চলছে। অনেক কৃষক শ্রমিকের পাশাপাশি নিজেরাও ধানের চারা উত্তোলন ও রোপণের কাজে অংশ নিচ্ছেন।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছরের তুলনায় এ বছর বাজারে ধানের দাম কিছুটা ভালো থাকায় ইরি-বোরো ধান চাষে আগ্রহ বেড়েছে। আবাদি ও অনাবাদি জমিতে ব্যাপকভাবে ধান চাষের প্রস্তুতি নিচ্ছেন তারা। এবছর কৃষকেরা বিভিন্ন জাতের উন্নত ও হাইব্রিড ধান রোপণ করছেন বলেও জানান স্থানীয় কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে চিতলমারী উপজেলায় ১২ হাজার ১২৪ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ৬ হাজার ৮০০ হেক্টর জমিতে ধান রোপণের কাজ সম্পন্ন হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সিফাত-আল-মারুফ জানান, বোরো ধানের লক্ষ্যমাত্রা পূরণে মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ ও তদারকি করা হচ্ছে। শীত ও ঘন কুয়াশার কারণে বীজতলা সুরক্ষায় কৃষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বোরো উৎপাদন অর্জিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।