শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইল
নড়াইল-২আসনে ধানের শীষের প্রার্থী ডক্টও ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আমি আপনাদের সন্তান। আমি নির্বাচিত হলে লোহাগড়ার মধুমতী নদীর ভাঙ্গনে পার-আমডাঙ্গা গ্রামে স্থায়ী বাঁধ ও সেতু নির্মাণ করা হবে।
উচ্চ শিক্ষার জন্য নড়াইলে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। এ জন্য ধানের শীষ প্রতীকে ভোট দিবেন। ধানের শীষ আপামর জনসাধারণের প্রতিক,মানুষের ভাগ্য উন্নয়নের প্রতিক। দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির লক্ষে ধানের শীষে ভোট দিন।
মঙ্গলবার (১৩জানুয়ারি) দুপুরে জয়পুর ইউনিয়নের পার-আমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বিশিষ্ট সমাজসেবক কামরুল মোল্যার সভাপতিত্বেও লোহাগড়া উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহম্মেদ সোহেলের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,লোহাগড়া পৌর বিএনপির সহ-সভাপতি এস এম শাহিন বিপ্লব, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুসা মোল্যা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইকবাল, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সোহেল রানা লাক্সমী,ইউপি সদস্য সেলিম মোল্যা, ইমদাদুল হক মল্লিক, ছাত্রদল নেতা মাহবুবুর রহমান রাজসহ প্রমূখ।

