আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় চিরকুট লিখে রোকসানা (৩০) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। দীর্ঘদিনের শারীরিক ও মানসিক অসুস্থতা এবং পারিবারিক জীবনের জটিলতা থেকেই তিনি চরম হতাশায় ভুগছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরডাঙ্গা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত রোকসানা ওই গ্রামের মৃত নওশের মোল্যার মেয়ে।
পুলিশ জানায়, মৃত্যুর আগে রোকসানা একটি চিরকুট লিখে রেখে যান। চিরকুটে তিনি উল্লেখ করেন, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নন। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতা ও মানসিক যন্ত্রণায় ভুগে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সেখানে লেখা রয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোকসানার একাধিকবার বিয়ে হলেও কোনো সংসারই স্থায়ী হয়নি। বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পর তিনি বাবার বাড়িতে বসবাস করছিলেন। তার ১২ বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে। জীবনের নানা ব্যর্থতা ও পারিবারিক টানাপোড়েনে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে স্বজনরা জানান।
খবর পেয়ে আলফাডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে তিনি নিজের অসুস্থতা ও মানসিক কষ্টের কথা উল্লেখ করেছেন। যেহেতু তিনি নিজেই কাউকে দায়ী করেননি এবং পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ নেই, তাই আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

