কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় শখের বসে ইজিবাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে সৌদি প্রবাসী কাশেম মোল্লা (৩২) নিহত হয়েছেন। তিনি কোটালীপাড়া উপজেলার আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে।
নিহতের ভাই হোসেন আলী মোল্লা জানান, কিছুদিন আগে কাশেম সৌদি আরব থেকে বাড়িতে ফিরে আসেন। মঙ্গলবার সকালে শখের বসে তার ভাই তার ইজিবাইক নিয়ে চালাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে কোটালীপাড়া ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কাশেম শখের বসে ইজিবাইক চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে মারা যান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

