রাজশাহী প্রতিনিধি
রাজশাহী মহানগরীর শাহ্মখদুম থানা এলাকার সিলিন্দা বটতলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ৩ থেকে ৪ জনের একটি ছিনতাইকারী দল সিলিন্দা বটতলা এলাকায় অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পালানোর সময় তারা এলাকায় অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সন্দেহজনক একটি বস্তু ফেলে যায়।
পরে ডিবি পুলিশের একটি দল স্থানীয় নাইট গার্ডদের সহযোগিতায় আওয়ামী লীগ অফিসের পূর্ব পার্শ্বের ফাঁকা স্থানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। এ সময় পিস্তলের সঙ্গে একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়। উদ্ধারকৃত পিস্তলের গায়ে ইংরেজিতে “MADE IN USA”লেখা রয়েছে।
পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.