ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। মনোনয়নসংক্রান্ত জটিলতা কাটিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৈধতা ফিরে পেয়েছেন মুহাম্মদ মুর্শেদ আলম। মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের সিদ্ধান্তে তার মনোনয়নপত্র বৈধ বলে চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়।
দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে যাননি বিএনপির ভালুকা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মুর্শেদ আলম। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। তবে গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ভোটার স্বাক্ষরসংক্রান্ত আপত্তির কারণে জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করলে বিষয়টি পুনরায় মূল্যায়ন করা হয়। আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
মনোনয়ন ফিরে পাওয়ায় ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের নির্বাচনী মাঠে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুর্শেদ আলমের অংশগ্রহণ নিশ্চিত হলো। এতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আরও প্রাণবন্ত হবে বলে মনে করছেন স্থানীয় ভোটার ও রাজনৈতিক পর্যবেক্ষকরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.