ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর মেডিকেল কলেজে আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে দেওয়া বক্তব্য ভিন্ন খাতে ব্যবহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফরিদপুর মেডিকেল কলেজ শাখার উদ্যোগে আয়োজিত ওই দোয়া অনুষ্ঠানটি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১১ জানুয়ারি ২০২৬ তারিখে ফরিদপুর মেডিকেল কলেজে আয়োজিত দোয়া অনুষ্ঠানে তার দেওয়া বক্তব্যটি সম্পূর্ণভাবে প্রচার করা হয়নি। বরং বক্তব্যের কিছু খণ্ডিত অংশ প্রকাশ করা হয়েছে, যার ফলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, ফরিদপুর মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার কথা তিনি কখনোই বলেননি। তার বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। প্রকৃতপক্ষে ফরিদপুর মেডিকেল কলেজে সুস্থ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে তিনি মেডিকেল কলেজে রাজনীতি উন্মুক্ত করার জন্য কলেজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছিলেন।
এ সময় সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল বিষয়টি সঠিকভাবে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন ড্যাব ফরিদপুরের সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান শামীম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং বিএনপি নেতা ফাত্তাউল ইসলাম।
এছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ফরিদপুর প্রেসক্লাবের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.