কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে ঐতিহ্যবাহী ফেকামারা কামিল মাদ্রাসা অ্যালামনাই এসোসিয়েশনের প্রতিষ্ঠা উপলক্ষে প্রথম মিলনমেলা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও প্রাক্তন শিক্ষার্থী অধ্যাপক রফিকুল ইসলাম খালেদ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মাওলানা রফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ ও প্রাক্তন শিক্ষার্থী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও প্রাক্তন শিক্ষার্থী আব্দুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন ফেকামারা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম বিপ্লব।
অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক আনিছুজ্জামান ও সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ আতিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, ঘোড়াশাল মুসা বিন হাকিম ডিগ্রি কলেজ।
এছাড়া বক্তব্য ও উপস্থিতি দেন কামাল উদ্দিন খান, উপাধ্যক্ষ, ফেকামারা কামিল মাদ্রাসা; ড. মুহাম্মদ আবুল কাশেম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, টোক ডিগ্রি কলেজ; হাবিবুল হক, সাবেক প্রধান শিক্ষক, কটিয়াদী পাইলট উচ্চ বিদ্যালয় ও সাবেক শিক্ষক ফেকামারা মাদ্রাসা; সাংবাদিক সাইফুল ইসলাম, সভাপতি কটিয়াদী মডেল প্রেসক্লাবসহ আরও অনেকে।
অনুষ্ঠানে আনোয়ার উদ্দিন, মো. আমিনুল ইসলাম, হাজী মোহাম্মদ আলীসহ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয় এবং সাবেক শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়ার মাধ্যমে মিলনমেলার সমাপ্তি ঘোষণা করা হয়।

