টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসাথে সম্পন্ন করার সিদ্ধান্তকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণভোটের পক্ষে সচেতনতা বৃদ্ধি ও তথ্য প্রদানে লিফলেট বিতরণ করা হয়েছে।
বিকেলে উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত লিফলেট বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আলামিন হালদার।
লিফলেটে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুযায়ী প্রস্তাবিত সংস্কারগুলো এবং ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রদানের বিষয়ে বিস্তারিত তথ্য জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) আলামিন হালদার বলেন, “গণভোট একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া। জনগণ যেন সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারে, তাই তাদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”
লিফলেট বিতরণকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বাজার এলাকায় উৎসুক জনতার মধ্যে প্রচার কার্যক্রমে দৃশ্যমান আগ্রহ লক্ষ্য করা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.