ঝিনাইদহ প্রতিনিধি
গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খাঁন জানিয়েছেন, চাঁদাবাজি, জুলুম ও নিপীড়নের রাজনীতি এই অঞ্চলে আর চলবে না। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, ফেব্রুয়ারীতে সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশকে কেউ পিছনে নিয়ে যেতে পারবে না।
মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রাশেদ খাঁন বলেন, “আমাকে নানা হুমকি দেওয়া হয়েছে, তবে আমি ষড়যন্ত্রের জবাব দিতে চাই না। আমি সবাইকে সঙ্গে নিয়ে মানুষের উন্নয়নের জন্য কাজ করতে চাই।”
রাশেদ খাঁন আরও জানান, তিনি ঝিনাইদহের সন্তান এবং ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে রাজনীতিতে প্রবেশ করেন। সেই সময়ে তিনি আন্দোলনের নেতৃত্ব দিয়ে ১৮ দিন রিমান্ডে থাকার পরও হাল ছাড়েননি। পরবর্তীতে তিনি তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্রসংঘাতের আন্দোলনে কাজ শুরু করেন এবং ঝিনাইদহ-৪ থেকে বিএনপির মনোনয়ন পান।
তিনি দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমার সাথে সবাই মিলেমিশে কাজ করবেন। চাঁদাবাজি, জুলুম ও নিপীড়নের রাজনীতি আর চলবে না। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে। অফিস-আদালত থেকে দূর্নীতি বন্ধ করা হবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
রাশেদ খাঁন আশা প্রকাশ করেছেন, তারেক রহমানের নেতৃত্বে দলের আদর্শের প্রতি যারা বিশ্বাস রাখেন তারা একত্র হয়ে এলাকার মানুষের জন্য উন্নয়ন ও সংস্কারের কাজ করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.