দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে দু’দিনে বিজিবি’র পৃথক অভিযানে ১৪ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার মাদক ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে।
আজ মঙ্গলবার (১৩জানুয়ারি) দুপুরে বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ১টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধীনস্থ পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ পশ্চিম ধর্মদাহ মাঠ এলাকায় ধর্মদাহ বিওপির টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৯ বোতল মদ উদ্ধার করে।
পরদিন সোমবার ভোর ৬টার দিকে চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ মরারপাড়া মাঠ এলাকায় চিলমারী বিওপির টহল দল অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৯৯৬ পিস সিলডিনাফিল ট্যাবলেট উদ্ধার করেছে। এছাড়াও কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ভেড়ামারা রেলওয়ে ষ্টেশন এলাকায় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৯ হাজার ১৪০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করে।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে ভেড়ামারা উপজেলার বারমাইল বাজার সংলগ্ন সড়কে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সদরের টহল দল বিশেষ অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় ১০ হাজার ৪০০ প্যাকেট অবৈধ নকল বিড়ি জব্দ করা হয়।
দু’দিনে বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ১৪ লক্ষ ৩২ হাজার বলে বিজিবি সূত্র জানিয়েছে।
পরবর্তীতে মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন মাদক ষ্টোরে জমা এবং চোরাচালানী পণ্য কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে এবং মাদক পাচারসহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ নির্ম‚লে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.