পলাশ (নরসিংদী) প্রতিনিধি
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করেছেন পলাশ উপজেলার ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর মেধাবী ছাত্র জাহিদ তাহসিন।
সোমবার (১২ জুন) দিনব্যাপী নরসিংদীর ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে হামদ প্রতিযোগিতায় জাহিদ তাহসিন জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন। এছাড়া পলাশ উপজেলার স্থানীয় প্রতিযোগিতায়ও তার ১ম স্থান নিশ্চিত হয়েছে।
জাহিদ তাহসিন পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার করতেতৈল গ্রামের মো: শাখাওয়াত হোসেন সাকুর ছেলে। তিনি এর আগে ২০২৩ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে ঢাকা বিভাগেও অংশগ্রহণ ও ১ম স্থান অর্জন করেছিলেন।
ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ওবায়দুর রহমান তালুকদার আজাদ জানান, “জাহিদ তাহসিনের এই সাফল্যে আমরা গর্বিত। আশা করি, ঢাকা বিভাগীয় প্রতিযোগিতাতেও সে শ্রেষ্ঠত্ব অর্জন করবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.