কাঠালিয়া (ঝালকাঠি)প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন কাঠালিয়া পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ এর বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক মোঃ মামুন হোসেন।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে দক্ষ পাঠদান, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাদান পদ্ধতির প্রয়োগ, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়।
শিক্ষকতা জীবনে মো. মামুন হোসেন নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের হাতে-কলমে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী জ্ঞান অর্জনে বিশেষ ভূমিকা রেখে আসছেন। তার উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে আইসিটি বিষয়ে আগ্রহ ও দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। এ ছাড়াও তিনি উপজেলার বিজ্ঞান বিষয়ের মাস্টার ট্রেইনার হিসেবে নিয়োজিত আছেন।
তার এই সাফল্যে কাঠালিয়া পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
কাঠালিয়া পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম জানান, মো. মামুন হোসেনের এ অর্জন প্রতিষ্ঠানটির জন্য গর্বের বিষয় এবং এটি ভবিষ্যতে অন্যান্য শিক্ষকদের আরও উৎসাহিত করবে।
শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় মো. মামুন হোসেনকে বিভিন্ন সামাজিক ও শিক্ষাসংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.