আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের রজত জয়ন্তী উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারী) সকাল ১১টায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান।
সহকারী শিক্ষক ফারুক হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সরকারী কেবিএ কলেজের সহকারী অধ্যাপক প্রদীপ কুমার মন্ডল, সখিপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবুল হোসেন বকুল, সখিপুর ইউনিয়ন জামায়াতের সাধারন সম্পাদক সাবেক ইউপি সদস্য আফছার আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন, সখিপুর ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক সোহাগ হোসেনসহ এলাকার বিশিষ্টজন, সাবেক শিক্ষার্থী ও সুধীমহল।
স্কুলটির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে রজতজয়ন্তী জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে আলোচনা করা হয় এবং বিভিন্নজনের বিভিন্ন প্রস্তাব লিপিবদ্ধ করা হয়। আলোচনার বিষয়বস্তু বিশ্লেষণ করে রজতজয়ন্তী সুন্দরভাবে উদযাপনে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.