মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে “দ্য বার্ন্ট বাইট রেস্টুরেন্ট ” নামে একটি রেস্টুরেন্ট সিলগালা করেছে প্রশাসন।
মঙ্গলবার (১৩ ই জানুয়ারি) বিকাল পৌনে ৫ টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় সহকারী কমিশনার (ভূমি মুন্সীগঞ্জ সদর ) মারজানা আক্তার অভিযান পরিচালনা করে আনুষাঙ্গিক কাগজপত্র ও অনিয়মের কারনে রেস্টুরেন্টি সিলগালা করে দেন।
প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
তথ্য সুত্রে জানা যায়, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদুর রহমানের এর নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার মোবাইল কোর্ট পরিচালনা করে “দ্য বার্ন্ট বাইট রেস্টুরেন্ট” নামক রেস্টুরেন্টটির কোনও বৈধ ডকুমেন্ট না থাকা ও নানা অনিয়মের কারণে এটিকে সিলগালা করে দেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

