দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকি উপজেলার বাঁশবুনিয়া বেগম মেহেরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, মরহুম আমজাদ আলী মাস্টারের সহধর্মিণী বেগম মেহেরুন্নেসা স্মরণে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আসর নামাজ বাদ বিদ্যালয় প্রাঙ্গণে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
বাঁশবুনিয়া বেগম মেহেরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নেছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমার সুযোগ্য পুত্র, বিশিষ্ট মানসিক রোগ বিশেষজ্ঞ এবং পটুয়াখালী-১ আসনে ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি) মনোনীত প্রার্থী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.)।
অনুষ্ঠানে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির পটুয়াখালী জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন। এছাড়া মরহুমার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন তাঁর নাতি মোঃ ইশরাত হোসেন স্বপন এবং পাঙ্গাসিয়া জামাতে ইসলামের আমির মাওলানা ফারুক হোসাইন।
স্মৃতিচারণ সভায় বক্তারা বলেন, বেগম মেহেরুন্নেসা ও তাঁর স্বামী মরহুম আমজাদ আলী মাস্টার এ অঞ্চলে শিক্ষার আলো ছড়াতে যে ত্যাগ স্বীকার করেছেন, তা অনন্য। বিশেষ করে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে তাঁরা এই পশ্চাৎপদ জনপদে শিক্ষার ভিত্তি গড়ে দিয়ে গেছেন। তাদের এই অবদান এলাকাবাসী চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
উক্ত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে মরহুমার পরিবারের সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, নিকট আত্মীয়স্বজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মরহুমার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাঁশবুনিয়া মজিবুর রহমান হাফেজী মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা আবু মুসা
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.