Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় দূর্যোগবিষয়ক স্থায়ী আদেশাবলীর ওপর ওরিয়েন্টেশন

ছায়েদ আহামেদ ,হাতিয়া(নোয়াখালী) প্রতিনিধি
জানুয়ারি ১৩, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ছায়েদ আহামেদ ,হাতিয়া(নোয়াখালী) প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনায় কার্যকর প্রস্তুতি ও সমন্বয় জোরদার করার লক্ষ্যে নোয়াখালীর হাতিয়ায় দুর্যোগবিষয়ক স্থায়ী আদেশাবলি (এসওডি–২০১৯) বিষয়ে একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে হাতিয়া উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও নোয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের যৌথ আয়োজনে এবং এসডিএসসি প্রকল্প (জার্মান রেড ক্রস)-এর সহযোগিতায় ওরিয়েন্টেশন সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন। সভার মূল বিষয় উপস্থাপন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নোয়াখালী ইউনিটের উপ-পরিচালক আলাউদ্দিন পাটোয়ারী।

ওরিয়েন্টেশন সভায় বক্তারা দুর্যোগকালীন সময়ে সরকারি স্থায়ী আদেশাবলি অনুযায়ী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, উপজেলা পরিষদ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্ব ও কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি, আন্তঃদপ্তর সমন্বয় ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল হাসনাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনিসুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুভাষ পালসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।