ছায়েদ আহামেদ ,হাতিয়া(নোয়াখালী) প্রতিনিধি
দুর্যোগ ব্যবস্থাপনায় কার্যকর প্রস্তুতি ও সমন্বয় জোরদার করার লক্ষ্যে নোয়াখালীর হাতিয়ায় দুর্যোগবিষয়ক স্থায়ী আদেশাবলি (এসওডি–২০১৯) বিষয়ে একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে হাতিয়া উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও নোয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের যৌথ আয়োজনে এবং এসডিএসসি প্রকল্প (জার্মান রেড ক্রস)-এর সহযোগিতায় ওরিয়েন্টেশন সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন। সভার মূল বিষয় উপস্থাপন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নোয়াখালী ইউনিটের উপ-পরিচালক আলাউদ্দিন পাটোয়ারী।
ওরিয়েন্টেশন সভায় বক্তারা দুর্যোগকালীন সময়ে সরকারি স্থায়ী আদেশাবলি অনুযায়ী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, উপজেলা পরিষদ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্ব ও কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি, আন্তঃদপ্তর সমন্বয় ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল হাসনাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনিসুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুভাষ পালসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.