স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলায় টিএমবি ব্রিকস নামক একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩জানুয়ারি) বিকালে উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে টিএমবি ব্রিকস ইটভাটায় অভিযান পরিচালনা করেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবনী বিশ্বাস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,মঙ্গলবার বিকালে কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে টিএমবি ব্রিকস নামে অবৈধ ইটভাটাটি পরিবেশ অধিফফতের ছাড়পত্র না থাকা,জেলা প্রশাসনের অনুমোদনবিহীন ও কয়লার বদলে জ্বালানি কাঠ পুড়িয়ে ইট তৈরির সত্যতা মেলে। এসব অভিযোগে ইটভাটা আইন-২০১৩ অনুযায়ী টিএমবি ইটভাটার মালিক কে ২ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবনী বিশ্বাস বুধবার(১৪জানুয়ারি) সকালে বলেন, টিএমবি ব্রিকস নামে একটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন অনিয়মের জন্য ভাটার মালিক কে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

