Nabadhara
ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কমিটি অনুমোদন: সভাপতি মিলন, সম্পাদক হানিফ

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ১৪, ২০২৬ ১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি

​দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মানবাধিকার সংগঠন ‘সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’-এর সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়।

গতকাল সোমবার (১৩ জানুয়ারি, ২০২৬) রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটির অনুমোদন দেয়া হয়। ​

নবগঠিত এই কমিটিতে একে মিলন আহমদকে সভাপতি এবং মোঃ আবু হানিফকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। ২০ সদস্য বিশিষ্ট এই কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৬-২০২৮ পর্যন্ত (দুই বৎসর) ​ঘোষিত কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন,
​সহ-সভাপতি রিয়াজ উদ্দিন বাবু, সহ- সভাপতি হরিপদ দেবনাথ, সহ-সভাপতি সুরঞ্জিত গুপ্ত রঞ্জু কাব্য তীর্থ, সহ- সভাপতি আবু হেনা আজিজ, সহ – সভাপতি আরিফুল ইসলাম জুয়েল।​যুগ্ম সাধারণ সম্পাদক: রিপন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমদ। ​সাংগঠনিক সম্পাদক: এম এস মাসুম আহমদ। ​সহ-সাংগঠনিক সম্পাদক: মোশাররফ হোসেন শান্ত, সহ সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদ।​সম্পাদকমণ্ডলী: অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন ফারুক (আইন বিষয়ক সম্পাদক), বাবলু দে (দপ্তর সম্পাদক), রিনা আক্তার (মহিলা বিষয়ক সম্পাদক)।​নির্বাহী সদস্য: ফয়সল আহমদ সুমন ও অলিউর রহমান আলেক। ​

কমিটির দায়িত্বশীলরা জানিয়েছেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার মাধ্যমে এই অঞ্চলের প্রতিটি অসহায় ও নির্যাতিত নারী-পুরুষের পাশে দাঁড়াবে। ধর্ম, বর্ণ, গোত্র, জাতি ও উপ-জাতি নির্বিশেষে সকলকে আইনগত সহায়তা প্রদান এবং মানবাধিকার লঙ্ঘনের যেকোনো ঘটনায় এই সংগঠন আগামীতে জোরালো ও প্রতিবাদী ভূমিকা পালন করবে।​নবনির্বাচিত এই কমিটিকে সুনামগঞ্জের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।