স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাদল মোল্যা (১৫) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (১৩জানুয়ারি) রাতে উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। বাদল মোল্যা কালডাঙ্গা গ্রামের মিঠু মোল্যার ছেলে এবং পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনির শিক্ষার্থী।
বাবা মিঠু মোল্যা জানান, বাদল মোল্যা কে মোটরসাইকেল কিনে দিতে তিনি অস্বীকৃতি জানায়। মঙ্গলবার বিকালে বাদল মোল্যা বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে খেলা করে রাতে বাড়িতে যায়। সে রাতে কোন এক সময় ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস নেয়।
সকালে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে তার ঘরে গেলে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে কালিয়া থানা পুলিশ খবর পেয়ে সকালে মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী বুধবার (১৪জানুয়ারি) দুপুরে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.