রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর ড্রিমার্স ডিফেন্স এন্ড ক্যাডেট কেয়ারে (ডিডিসিস) ক্যাডেট কলেজ ভাইভা প্রস্তুতি মূলক সেমিনার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি ) বেলা ১১টায় রাজশাহীর ড্রিমার্স ডিফেন্স এন্ড ক্যাডেট কেয়ারে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান বক্তা ছিলেন, ক্যাডেট কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: রিয়াজ উদ্দিন।
উপস্থিতত ছিলেন, ডিডিসিসির পরিচালক মেজর মহসিউর আদনান, ডিডিসিসির পরিচালক মিজানুর রহমান কাজী, রংপুর ক্যাডেট কলেজের (আরসিসি) সাবেক ক্যাডেট ওয়াসিক ইমতিয়াজ রাতুল। সেমিনারে ডিডিসিসির সকল শিক্ষক ও কর্মচারিরা উপস্থিতত ছিলেন।
সেমিনারে শিক্ষার্থীদের ভাইভার গুরুত্বপুর্ন বিষয়, বিভিন্ন ধরনের দিক নির্দেশনামুলক বক্তব্য দেন অতিথিবৃন্দ।
সেমিনার সঞ্চালনায ছিলেন, গণিত বিভাগের শিক্ষক মাসরুর চৌধুরী মীদ।
এবছর ডিডসিসি থেকে সরকারি ক্যাডেট কলেজে ৭০জন রিটেনে অংশ নিয়েছে। বেসরকারি এনসিএসকে তে ১৯জন অংশ নিয়ে ৬জন উত্তীর্ণ হয়েছে। গত বছর সরকারিতে ২২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, উত্তীর্ণ হয় ৬জন।

