বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
জামালপুরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষায় প্রশ্নপত্র ফাঁস, ডিভাইস জালিয়াতি ও বিভিন্ন অনিয়মের কারণে পরিক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারী) দুপুরে শহরের ফৌজদারি মোড় এলাকায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যলয়ের সামনে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে নিয়োগ পরিক্ষায় অংশগ্রহণকারী উমর ফারুক, সাইদুর রহমান, ইব্রাহীম খলীল, ওমর আল ফারুক, বুলবুল আহমেদ, সোলাইমান, নাজমুল হাসানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, গত ৯ জানুয়ারী দেশব্যাপী প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষায় অনেকেই ডিভাইসের মাধ্যমে পরিক্ষায় অংশগ্রহণ করেছে এবং অনেকে ধরা পড়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পরিক্ষা চলাকালীন সময় যেসব নিয়মের কথা বলা হয়েছিলো তা জামালপুরে বিভিন্ন কেন্দ্রে মানা হয়নি। এতে অনেকে ডিভাইস সাথে নিয়ে পরিক্ষায় অংশ নিয়েছে। বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীরা অন্য পরীক্ষার্থীদের ডিভাইস ব্যবহার করতে দেখে কেন্দ্র কর্তৃপক্ষকে জানালে কেন্দ্র কর্তৃপক্ষ ডিভাইস জালিয়াতিকারীদের নিরাপদে কেন্দ্র থেকে বের করে দেয়।
এবং অভিযোগকারীর কাছে ভিডিও প্রমাণ দেখতে চায়। এতো অনিয়মের পরেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন পরিক্ষা নিরপেক্ষ হয়েছে।
৯ জানুয়ারীর পরিক্ষা বাতিল ও সুষ্ঠ তদন্তের মাধ্যমে অনিয়মের সাথে জড়িতদের আইনের আওতায় এনে পুনরায় পরিক্ষা গ্রহণের দাবি জানান বক্তারা।
পরে জেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হারুন অর রশিদের কাছে মৌখিক ভাবে তাদের দাবী উপস্থাপন করেন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী আহসানের কাছে স্মারকলিপি প্রদান করেন নিয়োগ পরিক্ষায় অংশগ্রহনকারী পরীক্ষার্থীরা।

