দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ৪ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার মাদক ও মাদকদ্রব্য সহ ২জন চোরাকারবারী আটক হয়েছে।
আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ তথ্য জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১২.৩০ টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৯/২-এস হতে আনুমানিক ৩ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে ডাংমড়কা বাজারে প্রাগপুর বিওপির টহল দল অভিযান চালায়। এসময় মাদক চোরাকারবারী মো. আসাদুজ্জামান সোহেল (৪৩) ও মো. আশিকুল (২৫) কে ভারতীয় ৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।
আটক মাদক চোরাকারবারীরা উপজেলার ডাংমড়কা বাজার এলাকার মৃত আব্দুল হান্নান ও গরুড়া ছমাদীপাড়া গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে।
অপরদিকে একইদিন রাত ১০টার দিকে একই ব্যাটালিয়ন অধীনস্থ কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৬/২-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজিপুর বর্ডারপাড়া মাঠে কাজিপুর বিওপির টহল দল অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৩ বোতল মদ ও ১০৩০ পিস সিলডিনাফিল ট্যাবলেট উদ্ধার করে।
এছাড়াও আজ বুধবার সকাল ৮.৩০ টায় কাজিপুরি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৬/৬-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজিপুর বর্ডারপাড়ায় কাজিপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪৮ কেজি জিরা ও ১টি বাইসাইকেল উদ্ধার করে।
বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যের সিজার মূল্য ৪ লক্ষ ২ হাজার ২০০ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।
পরবর্তীতে মামলা দায়ের করে মাদকসহ আটক আসামীদের দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে ও চোরাচালানী পণ্য কাস্টমে জমা করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে এবং মাদক পাচারসহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ নির্ম‚লে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.