Nabadhara
ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি
জানুয়ারি ১৪, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর উপজেলার চারটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১৪ লক্ষ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় এসব ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত বিরামপুর উপজেলায় এ অভিযান পরিচালনা করেন দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত উদ্দিন। অভিযানে উপস্থিত ছিলেন দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা। অভিযানে সহযোগিতা করেন বিরামপুর থানা পুলিশ, বিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এবং র‍্যাব-১৩, দিনাজপুরের সদস্যরা।

অভিযানে এমডিডি, এমডিবি, এমকেএম ও এসএ নামের চারটি ইটভাটাকে জরিমানা করা হয়। এর মধ্যে এমডিডি ইটভাটাকে ৩ লক্ষ টাকা, এমডিবি ইটভাটাকে ৫ লক্ষ টাকা, এমকেএম ইটভাটাকে ৩ লক্ষ টাকা এবং এসএ ইটভাটাকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত উদ্দিন বলেন,
“আমাদের কাছে তথ্য ছিল যে এই এলাকায় স্থাপিত ইটভাটাগুলো অবৈধ। অভিযানকালে দেখা যায়, চারটি ইটভাটার কোনোটিরই জেলা প্রশাসন বা পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ও লাইসেন্স নেই। এছাড়া কাঁচামাটি সংগ্রহের ক্ষেত্রেও কোনো বৈধ অনুমতি নেই। কৃষিজমির টপ সয়েল কিংবা পাহাড় কেটে মাটি আনা হচ্ছে কি না, তারও কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি মালিকপক্ষ।”

তিনি আরও বলেন, “এগুলো নিষিদ্ধ এলাকায় স্থাপিত। কারণ এক কিলোমিটারের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি ও হাসপাতাল রয়েছে। পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র না থাকায় আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।”

অভিযান চলাকালে চারটি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, জ্বালানি হিসেবে ব্যবহৃত যন্ত্রাংশ নষ্ট করা হয় এবং মজুতকৃত কাঁচা ইট ভেঙে ফেলা হয়।পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।