আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে শীর্ষ এক মাদক ব্যবসায়ী ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে ৪২০ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির অবৈধ ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা, ৬টি দেশীয় অস্ত্র, ১৫টি লাঠি, একটি মোটরসাইকেল, মোবাইল ফোন ও মানিব্যাগ উদ্ধার হয়।
বুধবার (১৪ জানুয়ারি) ভোরে সাতক্ষীরা শহরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে সাতক্ষীরা সেনা ক্যাম্প থেকে জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, শীর্ষ মাদক ব্যবসায়ী শহরের পলাশপোল এলাকার আমিনুল ইসলামের ছেলে ইয়াসিন আরাফাত (২৫), কামালনগরের আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ রাকিব হোসেন (২০) ও একই এলাকার মৃত্যু মুকুল হোসেনের ছেলে মোঃ মুরাদ হোসেন (২০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত ব্যক্তিদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সকালে সেনা ক্যাম্পের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে ইয়াসিন আরাফাত সাতক্ষীরার অন্যতমদের মধ্যে একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক চোরাচালান এর অভিযোগ রয়েছে। এছাড়া,বাকী দুজন ইয়াছিনের সহযোগি।
তিনি বলেন, সন্ত্রাসী ,মাদক, চোরাকারবারী ও আইন শৃঙ্খলা বিঘ্নকারীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.