সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে শাহ আলম ডেইরি ফার্ম থেকে লুণ্ঠিত বিভিন্ন প্রজাতির ২০টি গরুর মধ্যে ১০টি গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মণির ও সোহাগ নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) ভোরে সোনাগাজী মডেল থানার এসআই নুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল চাঁদপুর জেলার কচুয়া উপজেলার শানন্ত করা এলাকার লতিফের বাড়ি থেকে গরুগুলো উদ্ধার করে।
পুলিশ জানায়, গত ১ জানুয়ারি বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের পূর্ব চরসাহাভিকারী গ্রামের শাহ আলমের ডেইরি ফার্মে সংঘবদ্ধ ১০-১৫ জন মুখোশধারী দুর্বৃত্ত হামলা চালায়। তারা খামারের তালা ভেঙে একটি পিকআপ, মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মাধ্যমে বিভিন্ন প্রজাতির মোট ১৬টি গরু লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত খামার মালিক শাহ আলম অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে পুলিশ অভিযান চালিয়ে লুণ্ঠিত গরুর একটি অংশ উদ্ধার করতে সক্ষম হয়।
খামার মালিক শাহ আলম জানান, তিনি দীর্ঘদিন ধরে নিজ গ্রামে ডেইরি ফার্ম পরিচালনার মাধ্যমে গরু লালন-পালন ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.