শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীতে মুজিব জন্ম শতবর্ষে বুঝে পেলেন জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার, উপজেলার ১৭টি আশ্রয়হীন ভূমিহীন ও গৃহহীন পরিবার ।
এ যেন এক আবেগ ভেজা সিক্ত পরিবেশ। এতদিন যাদের নিজের জায়গা ছিলনা , ছিলনা মাথা গোজার একটু ঠিকানা। আজ থেকে তারা জমিসহ নান্দনিক ঘরের মালিক!
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে ভিডিও কনফারেনন্সের মাধ্যমে ৭০ হাজার পরিবারকে দৃষ্টিনন্দন এবসত ঘর উপহার হিসেবে প্রদান করেন।
প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিকতা শেষে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলমের সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে চিতলমারীর ১৭টি ভূমিহীন ও গৃগহীন পরিবারের হাতে দুই শতাংশ জমির দলিল ও ঘরের চাবি তুলে দেন।
এসময় কখনোও আনন্দ আবার কখোনও ভেজা শিক্ত পরিবেশের সৃষ্টি হয়। তারা এই ঘর পেয়ে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করে তাঁর দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, সহকারী কমিশনার ( ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, থানা অফিসার ইনচার্জ মীর শরিফুল হক, উপজেলা আ’লীগ সভাপতি বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শেখ বেল্লাল হোসেন, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন, চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান অর্চনা দেবী বড়াল, হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আজমির হোসেন, চিতলমারী উপজেলা প্রেস কালাবের সভাপতি প্রদীপ মন্ডল, সাধারণ সম্পাদক তাওহীদুর রহমান বাবুসহ বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি বর্গ ও উপজেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রদান গন উপস্থিত ছিলেন।
নবধারা/বিএস