মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মনিরামপুর উপজেলার বাহাদুরপুরে বাংলাদেশ মতুয়া মহাসংঘ যশোর জেলা শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বাহাদুরপুরে জেলা সাধারণ সম্পাদকের হরিমন্দিরে এ সভার আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আদিত্য মন্ডল। সভায় বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ মতুয়া মহাসংঘ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক চয়ন মন্ডল বলেন, উপজেলার গাবুখালী গ্রামের সাধন মল্লিক রনি নামের এক ব্যক্তি নিজেকে বাংলাদেশ মতুয়া মহাসংঘ যশোর জেলা শাখার সভাপতি দাবি করে বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন। অথচ প্রকৃতপক্ষে বর্তমানে জেলা সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন কেশবপুর উপজেলার কালিচরণপুর গ্রামের অরবিন্দু মন্ডল।
তিনি আরও অভিযোগ করেন, রনি নামের ওই ব্যক্তি পূর্বে বাংলাদেশ মতুয়া মিশনের জেলা সম্পাদক থাকলেও বর্তমানে নিজেকে বাংলাদেশ মতুয়া মহাসংঘের জেলা সভাপতি পরিচয় দিয়ে গত ৯ জানুয়ারি মনিরামপুরের পাঁচাকড়ি হরিমন্দির সংলগ্ন সহায় পাগলের আশ্রমে ‘হরিলীলামৃত স্কুল’ প্রতিষ্ঠার নামে একটি সভা ডেকে বিভ্রান্তিমূলক ও মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও তিনি নিজ এলাকায় বিভিন্ন সময়ে ইউনিয়নভিত্তিক সভা আয়োজন করছেন, যা মহাসংঘের নীতি ও আদর্শবহির্ভূত বলে দাবি করেন বক্তারা।
এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সভায় উপস্থিত বক্তারা বক্তব্য দেন এবং সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার আহ্বান জানান।
শিক্ষক ও বাংলাদেশ মতুয়া মহাসংঘের শিক্ষা বিষয়ক সম্পাদক তারক চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন তারক ধামের উৎপল বাগচী, সুশান্ত মল্লিক, নিত্য বিশ্বাস, শিপ্রা মল্লিক, খোকন সরকারসহ বিপুল সংখ্যক মতুয়া ভক্তবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.