Nabadhara
ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬, জেলার শ্রেষ্ঠ কলেজ প্রধান বানেশ্বর সরকারি কলেজের অধ্যক্ষ নির্বাচিত

আমিনুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
জানুয়ারি ১৪, ২০২৬ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

আমিনুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ শওকত আলী শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কলেজ) হিসেবে উপজেলা ও জেলা পর্যায়ে মনোনীত হয়েছেন।

অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ শওকত আলী উপজেলা ও জেলা পর্যায়ে “শ্রেষ্ঠ অধ্যক্ষ” হিসেবে নির্বাচিত হওয়ায় কলেজে বইছে আনন্দের বন্যা।

শিক্ষাক্ষেত্রে তাঁর অনন্য অবদান, প্রশাসনিক দক্ষতা, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি স্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত মানদণ্ড অনুসারে উপজেলা ও জেলা পর্যায়ের যাচাই-বাছাই শেষে তিনি শ্রেষ্ঠ কলেজপ্রধান হিসেবে নির্বাচিত হন।

প্রফেসর ড. মোঃ শওকত আলী দায়িত্ব গ্রহণের পর থেকে কলেজের সার্বিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন এনেছেন। নিয়মিত পাঠদান, শিক্ষক ও শিক্ষার্থীদের শৃঙ্খলা রক্ষা, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং ফলাফলে ধারাবাহিক উন্নতির মাধ্যমে কলেজটি ইতোমধ্যেই স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

এ প্রসঙ্গে অধ্যক্ষ ড. শওকত আলী বলেন, “আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এটি আমার ২৮ বছরের কর্মজীবনের সবচেয়ে বড় অর্জন। উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পর এখন আমার লক্ষ্য বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়া।” তিনি আরও বলেন, “আমার রয়েছে দেশি-বিদেশি ৭টি প্রশিক্ষণের সার্টিফিকেট, যা অন্যদের চেয়ে আমাকে এগিয়ে রাখবে বলে বিশ্বাস করি।

ইনশাআল্লাহ বিভাগীয় পর্যায়েও আমি সফল হব।”
শিক্ষা উন্নয়নে অধ্যক্ষের এই অসাধারণ অবদান ভবিষ্যতের শিক্ষক-প্রশাসকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও মনে করছেন শিক্ষাবিদরা। উক্ত অর্জন পুঠিয়ার শিক্ষা অঙ্গনে গৌরবজনক একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় শিক্ষানুরাগী, শিক্ষক সমাজ এবং শিক্ষার্থীদের মাঝে এ খবরে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।