রাজু দত্ত, মৌলভীবাজার প্রতিনিধি
পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মনিপুরী সম্প্রদায়ের শতাব্দীপ্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব ‘নিমাই সন্ন্যাস’ বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এবারে এই ঐতিহ্যবাহী আয়োজনের ১১৬তম বর্ষ পূর্ণ হয়েছে।
উত্তর বালিগাঁও মনিপুরীপাড়ায় সকাল থেকেই উৎসবস্থলকে ঘিরে স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের পদচারণায় এলাকা মুখর হয়ে ওঠে। দিনব্যাপী শ্রীকৃষ্ণ ও শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলাভিত্তিক মনিপুরী নৃত্য, সংগীত এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি ঐতিহ্যবাহী গ্রামীণ মেলায় নানা লোকজ পণ্য ও খাবারের সমাহার দর্শনার্থীদের আকর্ষণ করে।
উত্তর বালিগাঁও যুব কল্যাণ পরিষদের সভাপতি মৃণাল সিংহ বলেন, “শত বছরেরও বেশি সময় আগে আমাদের পূর্বপুরুষদের হাত ধরে পৌষ সংক্রান্তির দিনে নিমাই সন্ন্যাস, রাখাল নৃত্য, নৌকাবিলাস ও বেলিরাসসহ নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন শুরু হয়। সেই ঐতিহ্য আমরা আজও নিষ্ঠার সঙ্গে লালন করে আসছি। এই উৎসব মনিপুরী সম্প্রদায়ের ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরে।”
মনিপুরী ললিতকলা একাডেমির উপপরিচালক প্রভাস সিংহ বলেন, “এ ধরনের সাংস্কৃতিক আয়োজন এলাকার মানুষদের মধ্যে সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও মৌলভীবাজার–৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রীতম দাশ, ভানুগাছ পৌরবণিক সমিতির সহসভাপতি কাজী মামুনুর রশীদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ। আয়োজকরা জানান, এবারের উৎসব স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থীর উপস্থিতিতে এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.