রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপাল অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে এক ব্যাবসায়ীকে জরিমানা করা হয়েছে। উপজেলার ফয়লা বাজারে সরকার নির্ধারিত মূল্যের অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে এ অর্থদণ্ড প্রদান করা হয়।
বুধবার (১৪ জানুয়ারী) দুপুর ২টার সময় ফয়লা বাজারের ভাই ভাই ইলেকট্রনিক্স নামের একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে দোকানের মালিক প্রসেনজিৎ পাল (৩০) সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অভিজিৎ চক্রবর্তী জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ সরকার নির্ধারিত মূল্যের বাইরে পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
এ সময় স্থানীয় ভোক্তারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত তদারকি থাকলে বাজারে কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম আদায়ের প্রবণতা কমে আসবে।

