Nabadhara
ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: জামালগঞ্জে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধি
জানুয়ারি ১৪, ২০২৬ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার (১৪ জানুয়ারি) আনন্দঘন পরিবেশে শিশু বরণ অনুষ্ঠান, দেয়াল পত্রিকা উন্মোচন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ডিজিটাল স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত। তিনি বলেন, “শিক্ষার মানোন্নয়নে প্রযুক্তির ব্যবহার আর বিলাসিতা নয়, বরং সময়ের চাহিদা। প্রাথমিক স্তর থেকেই ডিজিটাল পাঠদান নিশ্চিত করা না গেলে শিক্ষার আধুনিকায়ন থমকে যাবে। সরকারের পরিকল্পনা বাস্তবায়নে মাঠপর্যায়ের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে দায়িত্বশীল হতে হবে।”

বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইমরান হোসেন, জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা কুমার সরকার এবং জামালগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান। বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষা ছাড়া প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি সম্ভব নয়। স্মার্ট ক্লাসরুম এবং দেয়াল পত্রিকার মতো উদ্যোগ শিশুদের সৃজনশীলতা, শৃঙ্খলাবোধ এবং বিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রমকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষ পর্বে গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষক ও অভিভাবকদের মধ্যে গণসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।