Nabadhara
ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে প্রশিক্ষণ শেষে কিশোরীদের মধ্যে চেক বিতরণ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
জানুয়ারি ১৪, ২০২৬ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

মনিরামপুরে একশ কিশোরীর সচেতনতামূলক প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার পরে উপকরণসহ উৎসাহ বোনাসের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৪ জানুয়ারি )প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান কিশোরীদের হাতে চেক বিতরণ করেন।

উপজেলার রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর বিআরডিবির উপ-পরিচালক কামরুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) মাহির দায়ান, মনিরামপুর থানার অফিসার ইনচার্জ ওজিউল্লাহ খান, প্রেসক্লাব সভাপতি এস এম মজনুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান, পল্লী উন্নয়ন অফিসার বিশ্বজিৎ কুমার ঘোষ, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম এবং শিক্ষার্থী আদিবা নাহার প্রমুখ।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান কিশোরীদের উদ্দেশ্যে বলেন, প্রান্তিক কিশোরীরা ছোট ছোট সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যতে বড় অংকের মুনাফা পেতে পারে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ সংসদ নির্বাচনের নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের তৎপরতার কথা উল্লেখ করেন এবং বলেন, কেউ যদি নির্বাচন বানচাল করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিআরডিবি যশোরের উপ-পরিচালক কামরুজ্জামান জানান, কিশোরীদের জন্য বিশেষ প্রকল্প চালু করা হয়েছে, যেখানে একজন কিশোরী মাসে ২০০ টাকা জমা দিলে সরকার অতিরিক্ত ৪০০ টাকা প্রদান করছে। এই প্রকল্প প্রান্তিক কিশোরীদের জন্য আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ তৈরি করছে। অনুষ্ঠানে সফল তিনজন কিশোরীর মধ্যে দুই জনকে ২১ হাজার এবং একজনকে ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।