Nabadhara
ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বৈকারী ইউনিয়নে ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় বৈকারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে উন্নয়ন সংস্থা রূপান্তর।

জেলা সিটি আইপি সদস্য সাফিরুল ইসলামের সঞ্চালনায় এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিগত সভার রেজুলেশন পাঠ করেন কমিটির সদস্য সচিব ও ইউপি সচিব মনোতোষ কুমার সাধু।

সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবদুল জব্বার, সহকারী শিক্ষক নির্মল কুমার সরদার, ইউপি সদস্য খোকন মোল্ল্যা, নাসিমা বেগম ও শরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উইনরক ইন্টারন্যাশনালের রিজিওন্যাল কো-অর্ডিনেটর মাহামুদুল হাসান, অগ্রগতির প্রজেক্ট ম্যানেজার শেখ মাহাবুব রহমান, রূপান্তরের প্রোগ্রাম অফিসার দিপ্তী রায় এবং কমিউনিটি ফ্যাসিলিটেটর মাহাবুবুর রহমান আকন্দ।

সভায় মানব পাচার প্রতিরোধ কমিটির চলমান কার্যক্রম জোরদার করা, পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত সারভাইভারদের সুরক্ষা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিতকরণ এবং এ সংক্রান্ত বাজেটের অর্থ ব্যয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে বিভিন্ন পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উল্লেখ্য, আশ্বাস প্রকল্প সুইজারল্যান্ড অ্যাম্বাসিডরের সহযোগিতায় ও উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে উন্নয়ন সংস্থা রূপান্তর সাতক্ষীরা জেলায় মানব পাচার প্রতিরোধে কার্যক্রম পরিচালনা করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।